ধূমকেতু প্রতিবেদক : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
এরই অংশ হিসেবে সোমবার ২৪ তম রমজানে নগরীর ৩ নং ওয়ার্ড বহরমপুর বাইপাশ এলাকায় উন্নত মানের ৩০০ প্যাকেট ইফতারি বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল ইসলাম বাবলু, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মাহাতাব আলী, সাধারণ সম্পাদক এস.এম আরিফ রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মকলেছুর রহমান রাজু, সদস্য রবিউল আওয়াল, নগর যুবলীগের সহ সভাপতি আবু সালেক খান, সহ সভাপতি জাহেদ আলী জনি, সদস্য ইদ্রিস আলম, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তুষার আহম্মেদ রকি, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মুস্তাকিম, নগর ছাত্রলীগের সহ সভাপতি আরেফিন পারভেজ বন্ধন, সহ সভাপতি মেহেদি হাসান রিগেন, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল হোসেন তরুন প্রমুখ।