ধূমকেতু প্রতিবেদক : অন্যান্য বছরের ন্যায় এবারো রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) উদ্যোগে রাজশাহী মহানগরীর দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (০৯ মে) বিকেলে রাজশাহী নগরীর চেম্বার ভবনের সামনে ও নিউ ডিগ্রি কলেজের সামনে ৫শ’ জন মানুষের মধ্যে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। অনেকটা স্বাস্থ্যবিধি মেনে রেডার কার্যালয়ের সামনে (চেম্বার ভবন) দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার তুলে দেয়া হয়েছে।
এরআগে কোনো ঘোষণা ছাড়াই রেডার পক্ষে ঈদ সামগ্রী উপহার দেয়া হবে এমন খবরে দুপুর থেকেই চেম্বার ভবনের নিচে ভীড় জমায় সাধারণ নিম্ন আয়ের মানুষ। পরে রেডার নেতৃবৃন্দ সারিবদ্ধভাবে চেম্বার ভবনের সামনের রাস্তার ধারে ঈদ উপহার রাখেন। এসময় রাস্তায় চলাচল করা রিক্সা অটোরিক্সা চালকরা নিজেদের ইচ্ছেমত এসব উপহার সামগ্রী তুলে নেন। এছাড়াও নগরীর নিউডিগ্রি কলেজের সামনেও রাস্তায় চলাচল করা প্রতিটি অটোরিক্সা চালক ও নিম্ন আয়ের মানুষদের এসব ঈদ সমাগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী ডেভেলপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, সহসভাপতি ও ড্রিম স্মিথ প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ আলী ঈশা, রেডার সাংগঠনিক সম্পাগদক ও রেড ব্রিক প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর, শ্যামল ছাঁয়া প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুল হুদা রুমেল, আদ-দিন প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন আলী, শামস রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, রেডার সদস্য গোলাম কবীরসহ রেডার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রেডার সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি জানান, ঈদ সবার জন্য। তাই এই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে রেডার উদ্যোগে ক্ষুদ্র এই প্রচেষ্টা। এবার রেডার পক্ষে ৫শ’জন গরিব, অসহায় মানুষ, নগরীর অটোরিক্সা চালকদের এই ঈদ উপহার প্রদান করা হলো। গত বছর করোনাকালে ও ঈদের সময় রেডা মানুষের পাশে ছিল, এবারো আছে। আমরা যে যার অবস্থান থেকে নগরীর অসহায়, দরিদ্র মানুষের পাশে এগিয়ে এলে সবার ঈদ হবে আনন্দদায়ক। আমাদের সবার উচিৎ অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।