ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ১৪ নং ওয়ার্ড বাসীর মাঝে শাড়ি ও ঈদ সামগ্রী বিতরণ করেন অত্র ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার।
০৯ মে রোববার সকাল ১০টায় তেরখাদিয়া এলাকায় নিজ বাস ভবনের সামনে প্রায় ১ হাজার মানুষের মাঝে এ সব ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার এই ঈদে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে শাড়ী ও ঈদ সামগ্রী বিতরণ করবে। এরই ধারাবাহিকতায় আজ ১ম দিনে প্রায় ১ হাজার ব্যাক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সকলে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে ঈদ সামগ্রী গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আনারের মাতা মীরা বেওয়া এবং কাউন্সিলর পতœী অঞ্জনা বেগম প্রমূখ।