ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে সাক্ষাৎকালে করে সমিতির পক্ষ থেকে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এরপর বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী প্রত্যেক হোটেল-রেস্তোঁরা তথা খাদ্র স্থাপনার মালিককে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির সদস্যপদ গ্রহণ বাধ্যতামূলক করে একটি সরকারি আদেশ জারির মাধ্যমে যেকোন হোটেল-রেস্তোঁরার ট্রেড লাইসেন্স ইস্যু/নবায়ন করার দাবি সম্বলিত একটি আবেদন মেয়রের নিকট প্রদান করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ খান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সহ-সভাপতি মাহাবুব আলম, যুগ্ম সম্পাদক এস এম শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক আশফাক হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা নওরিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সোহান, নিবাহী সদস্য আফরোজা বেগম, অর্থ সম্পাদক শেখ আশিকুর রহমান, সদস্য মিলা।