ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় উপজেলার শুভডাঙ্গা, হামিরকুৎসা এবং গোয়ালকান্দি ইউনিয়নে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় শুভডাঙ্গায়, বিকেল ৪টায় হামিরকুৎসা এবং বিকেল ৫ টায় গোয়ালকান্দি ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণের সংক্রমণ থেকে সবাইকে সচেতন করার পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষকে করোনা ভাইরাসের কবল থেকে রক্ষায় মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন ইউনিয়ন আওয়ামী লীগ।
শুভডাঙ্গা ইউনিয়নে মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, মরিয়ম বেগম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকু রহমান সজল, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, সাধারণ সম্পাদক আজাহার আলী, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া, সহ-সভাপতি সমরেশ কুমার সরকার, আওয়ামী নেতা আব্দুল মজিদ শেখ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি শাহিনুর খাতুন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, জাকির হোসেন।
অপরদিকে হামিরকুৎসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা জহির উদ্দীন বাবর, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহরেজা আলম ইমন, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন।
এছাড়াও গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য আতাউর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক বকুল আলী খরাদী, সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, আলী হোসেন সরদার, যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান শ্যামল সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।