ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শনিবার এক শোক বার্তায় তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন মেয়র।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে রাজশাহী নগরীর নবগঙ্গা এলাকায় মাঝি ও ১২ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে একটি নৌকাটি ডুবে যায়। এরপর স্থানীয়রা মাঝিসহ ১১ জনকে উদ্ধার করলেও দুই ভাই-বোন নিখোঁজ ছিল। নয়দিন পর শনিবার ভোরে ঘটনাস্থলেই তাদের লাশ ভেসে ওঠে।