ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মসজিদ মিশন একাডেমী স্বাধীনতা বিরোধী ও জঙ্গি তৎপরতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৫ টার দিকে নগরীর শাহ্মখদুম কলেজের সভাকক্ষে রাজশাহীর সকল রাজনৈতিক, প্রগতিশীল এবং সামাজিক সংগঠনের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়।
সভায় রাজশাহী মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সদর-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, বাংলাদেশ জাসদের সাধারণ শফিকুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, জাসদ, রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ্ আল মাসুদ শিবলী, বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল কুমার, শাহ্মখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, প্রগতিশীল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।