ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : “এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ঋণের চেক বিতরণ করা হয়েছে। মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণের চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাগমারার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বিআরডিবি কর্মকর্তা আঞ্জুমান আরা খাতুন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার ১০ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ১৬ লাখ টাকার প্রণোদনা ঋণের চেক বিতরণ করা হয়।