ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ছয়জন করোনা পজেটিভ, ছয়জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। ১২ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে দুই জন করে, নওগাঁ, পাবনা ও মেহেরপুরে একজন করে রয়েছেন।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ২৩৬ জন।
আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৭০ জনের করোনা পজেটিভ আসে। শনাক্তের হার ২৯ দশমিক ৬৬ শতাংশ।