ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৩ হাজার শিশু পরিবারের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
রোববার দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্র্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপির আয়োজনে।
আনুষ্ঠানিকভাবে চারা তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্র্ল্ড ভিশন বাংলাদেশ,গোদাগাড়ী এপির ম্যানেজার লাবলু খান, ফিল্ড টেকনিক্যাল গ্রোগ্রাম স্পেশালিস্ট-ইনট্রিগেডেট লাইভলিহুড ইফতেখার উদ্দিন আহম্মেদ, প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা ও সঞ্জীব গাইন প্রমুখ।
উল্লেখ্য, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি বৃক্ষরোপন কর্মসূচীর সাথে মিল রেখে চারা বিতরণ করা হয়। এর আগে যে ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ৩ হাজার ৫০০ টি নিবন্ধিত শিশু পরিবারের মাঝে ৩টি করে ফলদ বৃক্ষের চারা (আম ১টি, লেবু ১টি ও পেয়ারা ১টি) বিতরন করা হয়। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও শিশু পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।