ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে একতা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুস্তম আলী প্রামাণিকের সভাপতিত্বে ও কেশরহাট একতা বন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম শুভর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র ও একতা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি কোরবান আলী, কেশরহাট পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।