ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে হেরোইন সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ওই ব্যবসায়ীর নাম জুয়েল রানা (২৫)। জুয়েল রানা দূর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক রোববার সন্ধ্যায় তাহেরপুর ফোরস্টার ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাতেই বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় জুয়েল রানার দেহ তল্লাসী করে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃত জুয়েল রানাকে সোমবার মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।