ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মানবাধিকার সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি‘র উদ্যোগে ও ফ্যামিলি ফর এভরি চাইল্ড এর সহযোগিতায় ত্রান বিতরণ করা হয়েছে।
রোববার (১০ অক্টোবর) নগরীর ৬ নং ওয়ার্ড ও গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ ৮০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী শিশুর পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম (পায়েল) ও শাহীনা পারভীন, এসিডির প্রোগ্রাম অফিসার শাহানা শারমিন ও কৃষ্ণা বিশ্বাস প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব মাজরুল ইসলাম,এসিডির প্রকল্প সমন্বয়কারী আহসানউল্লাহ সরকার রিপন প্রমুখ।
উল্লেখ্য, করোনাকালে হতদরিদ্র ও প্রতিবন্ধী শিশু পরিবারের ক্ষতি কিছুটা লাঘব করতে এসিডির উদ্যোগে নগরীর ০৬নং ওয়ার্ডের হরিজন সম্প্রদায়ের ৪৭টি এবং গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের লালাদিঘি ও মুরারিপুর গ্রামের ৩৩টি হতদরিদ্র ও প্রতিবন্ধী শিশু পরিবারকে এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রত্যেক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ, আটা, সুগন্ধী সাবান, কাপড় কাঁচা সাবান এবং চিনি প্রদান করা হয়।