ধূমকেতু প্রতিবেদক : দেশব্যাপি চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। চলতি মাসের ১৪ তারিখ শুরু হয়েছে, চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এই সময়ে জেলেরা ইলিশ মাছ শিকাড় করার জন্য নদীতে নামতে পারবেনা। মাছ ধরতে না পারার কারনে পরিবারের সদস্যদের নিয়ে যাতে খাদ্য সমস্যার না পড়েন তার জন্য সরকার কর্তৃক ভিজিএফ হিসেবে প্রতিটি কার্ডধারীকে ২০ কেজি করে চাল প্রদানের সিদ্ধান্ত নেন।
এর ধারবাহিকতায় বৃহস্পতিবার সকালে গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের ৩২০ জন কার্ডধারী জেলের মধ্যে ভিজিএফ এর ২০ কেজি চাল বিতরণ করা হয়। বাস্তবায়নে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপত্বি করেন, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান আখতার। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধন সরকার। ইলিশ মাছ সংরক্ষণের লক্ষে নিষেধাজ্ঞা চলাকালিন সময়ে যেন কোন জেলে না খেয়ে না থাকে তার জন্য সরকারের নির্দেশেএই চাল প্রদান করা হচ্ছে। প্রতিটি জেলেকে সরকারী নিষেধাজ্ঞা মেনে চলার আহবান জানান তিনি।
প্রধান অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামশুল করিম। তিনি বলেন, জেলেদের সমস্যার কথা চিন্তা করেন সরকারী সিদ্ধান্তে এই চাল প্রদান করা হচ্ছে। গোদাগাড়ী উপজেলায় মোট ১২৬৫ জন কার্ডধারী জেলের মধ্যে এই চাল বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিটি জেলেকে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ মাছ শিকাড় না করার জন্য পরামর্শ দেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা নাইমুল হক। এছাড়াও অত্র ইউনিয়নের সচিব জিব্রাইল হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।