ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানাধীন আলিমগঞ্জ হলদিবোনা এলাকায় তালাকপ্রাপ্ত স্ত্রী (৫৫) কে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে নগরীর দামকুড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে ভর্তি করা হয়েছে। আটক সাইদুল দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকার বাসিন্দা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলাতেও তার বাড়ি রয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দামকুড়া থানা পুলিশ তাকে গোদাগাড়ী থেকে আটক করে।
জানা গেছে, সাইদুল ভিকটিমের ছোট বোনকে বিয়ে করে ঘর-সংসার করছিল। কিন্ত তার ছোট বোন মারা যাওয়ার পর তার সাথে সাইদুলের বিয়ে হয়। ওই নারীর দাবি, গত দুই মাস আগে তিনি সাইদুলকে তালাক দিয়েছেন। কিন্ত কোন কাগজ দেখাতে পরেননি।
এদিকে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সাইদুল দামকুড়া থানার আলিমগঞ্জ হলদিবোনা এলাকায় ওই নারীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে অন্য ঘরে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। এরপর সাইদুল ওই বাড়ি থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে ওই নারীর ভাই বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ গোদাগাড়ী থেকে তাকে আটক করে। আর ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। পুলিশের হাতে আটক বৃদ্ধ অসুস্থ হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরএমপির দামকুড়া থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম বলেন, ওই নারীর ভাই ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে। সেই মামলায় আসামীকে আটক করা হয়েছে। তবে আসামীর দাবি, এখনো ওই নারী তার স্ত্রী। সে তাকে ধর্ষণ করেনি।
আর ওই নারী জানিয়েছে, সে গত ২ মাস আগে তার স্বামী সাইদুলকে তালাক দিয়েছেন। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ও অসুস্থ হওয়ার জন্য আসামীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।