ধুমকেতু প্রতিবেদক : চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া উচ্চবিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, আসন্ন নিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নিমপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সুজন আলী মাস্টার।
প্রধান বক্তা ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সাদেক আলী।
এসময় উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম আলী, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি আলম, বিদ্যালয়ের বিদায়ী ছাত্র/ছাত্রী সহ বিদ্যালয়ের অন্যান্য ছাত্র/ছাত্রী ও অবিভাবকবৃন্দ।
সব শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের মাওলনা শিক্ষক জনাব সিদ্দিকুর রহমান।