ধূমকেতু প্রতিবেদক : শুক্রবার নগরীর একটি কনভেনশন হলে অনলাইন বিক্রয়োত্তর সেবামূলক গ্রুপ ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’ বিশ পাউন্ডের একটি কেক কেটে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো। একবছরের অধিক সময় ধরে সুনাম ও খ্যাতির সাথে নিজেদের তৈরি ও উৎপাদনকৃত পণ্য ও সেবা দিয়ে ইতিমধ্যেই ক্রেতাদের আস্তা ও বিশ্বাস অর্জন করার সুযোগ সৃষ্টি করলেও ‘স্বপ্ন জয়ের মিলন মেলা’ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো রাজশাহীর মানুষদেরকে নিয়ে উদ্যোগতা তৈরির এই অনলাইন প্লাটফর্মটির। খুব অল্প সময়ের মধ্যেই ৪৭ হাজার মেম্বারশীপ অতিক্রম করেছে অনলাইন নির্ভর বিক্রয়োত্তর এই সেবামূলক অনলাইন গ্রুপটি।
গতকালের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মাসুদুর রহমান রিংকু।
বিশেষ অতিথি ছিলেন, বিসিক এর উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ, আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ও আমানা হোমস্ এর পরিচালক মেহেদী হাসান রনি।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, উক্ত গ্রুপের ক্রিয়েটর ও এ্যাডমিন মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সকল সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্রেডলাইসেন্স ও টিআইএন নাম্বার সম্পন্ন করার পাশাপাশি রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য হবার উপদেশ দেন। এছাড়াও নিজেদের সততা আর পারিবারিক সহানুভূতির বিষয়টিও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
এদিকে বিশেষ অতিথি আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী তার উপস্থিত বক্তিতায় বলেন, আমি ভবিষ্যতে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি হিসেবে পরিচিত করার অভিপ্রায় নিয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য একসময় এগ্রোফার্মে চাকুরী করতাম। আমার ভেতর সবসময় কাজ করতো, আমি চাকুরী করবো না, নিজের শহরে চাকুরী দেবার সুযোগ সৃষ্টি করবো। সে মোতাবেক আজ আমি কিছুটা হলেও সফলতা পেয়েছি। তিনি তার বক্তিতায় ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় নানাবিধ বিষয় তুলে ধরেন। তিনি উৎপাদিত ও তৈরিকৃত পণ্যের একটি চমৎকার নাম ও লোগো তৈরি করতে বলেন সবাইকে। সকল ক্রেতাদেরকে নতুন ধারায় নিয়ে আসার জন্য এই ধরণের অনলাইন সেবার কোন বিকল্প নেই বলেও তিনি বক্তব্যে তুলে ধরেন।
তিনি নতুন উদ্যোগতাদের উদ্দেশ্যে আরও বলেন, দেশের অনেক গ্রুপ অব কম্পানীর মালিকেরা নিজেরে যাত্রা শুরু করেছিলেন যতসামান্য অর্থ দিয়ে। তাই নিজেদের সততা আর শ্রম দিয়ে আপনারাও একদিন সফল ব্যবসায়ি হতে পারবেন।
উল্লেখ্য, ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’ গ্রুপটিতে ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ ও বিক্রয়োত্তর সেবায় অগ্রগামীতার বিষয়টি ফুঁটে উঠেছে। এই গ্রুপটিতে ভোগ্যপণ্য ছাড়াও আছে ব্যবহার্য অসংখ্য আইটেম। তৈরিকৃত পোষাক থেকে শুরু করে মেয়েদের অর্নামেন্ট, ঘর সাজানোর উপকরণ, ফাস্টফুড, ঘি, সরিষার তেল, মাফন ছাড়াও অন্যান্য মুখরোচক তৈরি খাবারের বিশাল সমাহার রয়েছে অনলাইন গ্রুপটিতে।