ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
রোববার দুপুরে নগরভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ।
এসময় শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান সিটি মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. দুলাল চন্দ্র বিশ্বাস, সহ সভাপতি প্রফেসর ড. মাইনুল হক রানা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. কামরুজ্জামান (মিতুল), সাধারণ সম্পাদক প্রফেসর ড. কুদরত-ই-জাহান।
আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক এ.এইচ.এম. কামরুল আহসান (এলিন), কার্যনির্বাহী সদস্য ড. বনি আদম, ড. রেজাউল হক আনসারী, ড. মতিকুল ইসলাম, কামরুল হাসান শোভন, অমিত কুমার দত্ত ও ড. আব্দুস সামাদ।