IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া শিশু পার্ক নাম হওয়ায় উন্নয়ন হয়নি বিগত ১৫ বছরপিলখানা হত্যায় অভিযুক্তদের প্রয়োজনে বিদেশেই জিজ্ঞাসাবাদদয়া করে আমাকে সবাই ক্ষমা করে দেবেন: অভিনেত্রী অহনাতানোরে জমির বিরোধে পিতা মাতা পেটালেন ছেলেরা! চিকিৎসাধীন পিতা মাতাবাঘার পদ্মায় ধরা পড়ছে বাঘাইড়, কপাল খুলছে জেলেদেররায়গঞ্জে রাতের আধারে গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি গাভী চুরিফায়ার ফাইটার নিহতের ব্যর্থতা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টাঅবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির এজিএম শনিবারবাঘায় রোটারি ক্লাব অফ মেট্রোপলিটনের শীত বস্ত্র বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের গ্রেপ্তার ১০ধামইরহাটে বড়দিন উপলক্ষে বেনীদুয়ার ধর্ম পল্লীতে উপহার প্রদান করলেন ইউএনওচাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -১সচিবালয়ে আগুনে ৫ মন্ত্রণালয়ের সব নথি পুড়ে ছাইসাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ শত পিস ইয়াবাসহ ২ জন আটক
Home >> শিক্ষা >> রুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

রুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

ধূমকেতু প্রতিবেদক : অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম রোববার (২০ আগস্ট) সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন। তার যোগদানকে স্বাগত জানিয়েছেন রুয়েটের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম নতুন উপাচার্য হিসেবে যোগদান করেই রবিবার দিনভর অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি সকাল থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানদের সাথে সৌজন্য সভায় মিলিত হোন এবং রুয়েটের বর্তমান একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত হোন।

এছাড়া তিনি বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পালাক্রমে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি রুয়েটের শিক্ষা, প্রশাসনিক ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একটি পরিবারের মত ঐক্যবদ্ধভাবে স্ব স্ব দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের সকলের চেষ্টা হবে এই বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, যাতে এখানকার শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে বৈশ্বিক পরিমন্ডলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও খ্যাতিকে নতুন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়।

উল্লেখ্য রুয়েটের নবনিয়ুক্ত উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পুরকৌশল বিভাগে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। এছাড়া তিনি এই বিশ্ববিদ্যালয়ে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন ছাড়াও ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্রগ্রাম (ইউএসটিসি)-এর উপাচার্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জাপানের জাইকা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনে হাউজ বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট (এইচবিআরআই) এর জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান হিসেবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক পূর্বাচলে নির্মাণাধীন Bangabandhu IconicTri-Tower-এর কারিগরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)এর আজীবন সদস্য। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান সোসাইটি অব ইঞ্জিনিয়ার্স (এএসসিই) এবং নিউইয়র্ক একাডেমি অব সায়েন্স-এর সদস্য। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভাসিটি (বিএসএমআরএমইউ) এর পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রুয়েটের সিন্ডিকেট সদস্য হিসেবেও দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এর WHO in the World Professionals হিসেবে তালিকাভুক্ত হোন। এছাড়া একই সালে তিনি যুক্তরাজ্যে Outstanding People of the 21st Century এবং Outstanding Scientist in the 21st Century হিসেবে পুরস্কৃত হোন। এছাড়াও অধ্যাপক ড জাহাঙ্গীর আলম ২০১৩ সালে UNESCO Educational Achievement Award for Bangladesh এবং Environment Award লাভ করেন। তিনি জার্মানীর Kassel University-তে দীর্ঘ আট বছর German DADD-এর অর্থায়নে বাস্তবায়নকৃত South East Asian Network for Disaster and Environmental Engineering (SEAN-DEE) প্রকল্পে Academic Partner and Professor হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দীর্ঘ চার বছর নেদারল্যান্ড সরকারের অর্থায়নে চুয়েটে বাস্তবায়নকৃত NICHE Project on Capacity Development of Water Resources Engineering at UNESCO-IHE-এ Academic Partner and Professor হিসেবে দায়িত্বও পালন করেন।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম Artificial Intelligence, Robotics, Machine Learning, Image Processing and IoT in the field of Civil & Earthquake Engineering, Computer Aided Drug Discovery, Plant Medicine for Cancer, Digital Agriculture, IoT-based Environment Protection and Telemedicine for the Rural and Tribal People of Bangladesh ইত্যাদি গবেষণা কর্ম বাস্তবায়নে সম্পৃক্ত আছেন। এছাড়া তাঁর অসংখ্য গবেষণা নিবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম-কে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এর উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পুরকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ১৯৬০ সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে ঘাসবাড়িয়া এনজি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৮ সালে চট্টগ্রাম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। তিনি ১৯৮৪ সালে চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯২ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে। এছাড়া তিনি ১৯৯৪ সালে ইউনেস্কো স্কলারশিপে আনা ইউনিভার্সিটি অব মাদ্রাজ (ইন্ডিয়া) থেকে পিএইচডি এবং ১৯৯৭ সালে ভূমিকম্প (আর্থকোয়েক) ইঞ্জিনিয়ারিং-এর ওপর পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপ অর্জন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

ধূমকেতু আইটি

সকল সংবাদ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031