ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলার ধোরসা দূর্গাপুর বিলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খননের দায়ে দুইজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোহনপুর উপজেলার ধোরসা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৪৫) এবং মৃত আবদুল জলিলের ছেলে মিঠন আলী (৩৫)।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে এ দন্ডাদেশ দেয়া হয়। এসময় পুকুর খনন কাজে ব্যবহৃত এক্সিভেটর মেশিনের ১১টি ব্যটারি, ৪টি বাইক ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।
এর মধ্যে ১১টি ব্যটারি উন্মুক্ত নিলামে বিক্রিসহ বাইক এবং মোবাইল ফোন থানায় জমা দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট আয়শা সিদ্দিকা বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে তিন ফসলি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের দণ্ড প্রদান করা হয়েছে। আগামিতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/