ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন এলাকায় কৃষকের ধানের জমিতে পোকা দমনে পার্চিং পদ্ধতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
জানা যায়, বিভিন্ন ধরনের পাখিরা ক্ষেতে আসে পোকামাকড় খাবারের জন্য। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জমির বিভিন্ন স্থানে বিভিন্ন ডালপালা পুতে রাখা হচ্ছে মূলত পাখিদের জন্য। কোনো কোনো কৃষক তার জমির চারদিকে মোটা দড়িও টানিয়ে রেখেছেন। যাতে করে পাখিরা আরাম-আয়েসে বসে ধানের জমি থেকে পোকামাকড় ধরতে পারে। এমন পদ্ধতিতে উপকার পাচ্ছেন বলে জানান বেশ কয়েকজন কৃষকও।
উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের কৃষক জহির রায়হান জানান, তার আমন ধানের জমিতে পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহার করছেন বেশ কয়েক বছর ধরেই। এতে করে পোকা দমনে খুব একটা কীটনাশক ব্যবহার করতে হয়নি।
তাছাড়া তথ্য সূত্রে জানা যায়, ধানের জমিতে পার্চিং পদ্ধতি ব্যবহার করলে কৃষককে তুলনামূলক কম কীটনাশক ব্যবহার করতে হয়। বিশবিহীন নিরাপদ ফসল উৎপাদনের জন্য পার্চিং পদ্ধতির কোনো বিকল্প নেই।
তাছাড়া তথ্য সূত্রে আরও জানা যায়, সারাবিশ্বেই এটি একটি পরিক্ষিত পদ্ধতি। ফলে পোকা দমনে পার্চিং পদ্ধতির ব্যবহার আগামীতে শতভাগ করতে হবে বলে জানান অধিকাংশ সচেতন মানুষ।