ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষি আবহাওয়ার পূর্বাভাসের জন্য স্থাপনকৃত স্বয়ংক্রিয় রেইনগজ মিটারসহ দীর্ঘদিন ধরে বন্ধ বা অকেজো থাকার কারনে আবহাওয়ার আগাম সঠিক তথ্য প্রাপ্তি হতে বঞ্চিত উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়ন ও আশপাশের শত শত কৃষক ও সাধারণ মানুষ।
দির্ঘদিন ধরেই বন্ধ রয়েছে রেইনগজ মিটার, সোলার প্যানেল এবং তথ্য বোর্ডের সকল কার্যক্রম। বিগত কয়েক বছর আগে উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের মতো পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছিল কৃষকদের জন্য আবহাওয়া তথ্য বোর্ড। কিন্তু বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকায় আগাম তথ্য না পাওয়ার কারণে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।
এদিকে স্থানীয় সাবেক কৃষিকর্মকর্তা রুস্তম আলী জানান, দীর্ঘতিন ধরেই অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে কৃষকরা আগাম আবহাওয়ার পূর্বাভাস পাচ্ছে না। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। চিকিৎসার জন্য অত্র ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু ভারতে থাকায় এব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অপরদিকে উপজেলার পাঙ্গাসী এলাকার সবুজ, খোসবার, রাজু জানান, ইউনিয়ন পর্যায়ে কৃষকদের আবহাওয়ার আগাম তথ্য জানাতে সরকার অত্যন্ত গুরুত্ববপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। যাতে করে কৃষকরা আগাম আবহাওয়ার তথ্য জেনে সতর্ক হতে পারেন। এমতাবস্থায় অন্যান্য ইউনিয়নের পাশাপাশি উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে নির্মিত আবহাওয়া তথ্য কেন্দ্রটি পূনরায় চালু করার জন্য জোড়দাবি জানিয়েছেন উপজেলার তৃণমূল কৃষকেরা।