ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সনাতন পদ্ধতি ব্যবহার করে পাট পচানো ও আঁশ ছড়ানোর কাজ করছেন কৃষকেরা। কিন্তু চলতি মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় পর্যাপ্ত পানি নেই ডোবা, নালা ও খাল-বিলে। তাই পানির অভাবে সময়মত পাট কাটতে না পারায় চরম বেকাদায় পড়েছেন তাঁরা।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, কম বৃষ্টিপ্রবণ এলাকায় পাট পচাতে কৃষকের জন্য আধুনিক প্রযুক্তি হচ্ছে রিবন রেটিং পদ্ধতি। বাড়ির উঠানে কিংবা পাটখেতের এক কোণে চৌবাচ্চা খনন করতে হবে। গর্তে পলেথিন বিছিয়ে দিতে হবে যাতে পানি জমা থাকে। এর পর কাঁচা পাট থেকে ছড়ানো আঁশ বাÐিল বা মোড়া বেঁধে ওই চৌবাচ্চায় ডুবিয়ে দিতে হবে।
চৌবাচ্চার পানিতে সামান্য ইউরিয়া সার ছিটিয়ে দিলে পচনক্রিয়া খুব দ্রুত হবে। ডুবানো পাটের আঁশ যাতে শুকিয়ে না যায় সেজন্য খড় কিংবা কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়া প্রয়োজন। এ পদ্ধতিতে এক সপ্তাহের মধ্যেই পাট ধুয়ে শুকানো সম্ভব। কিন্তু প্রচার-প্রচারণার অভাব ও সচেতনতা সৃষ্টি না হওয়ায় রিবন রেটিং পদ্ধতি নিয়ে আগ্রহ তৈরি হয়নি কৃষকের মাঝে।
তবে কৃষকেরা বলছেন, এ পদ্ধতি সম্পর্কে তাঁদের কোনো ধারণাই নেই। অল্প জায়গা ও পানি ব্যবহার করে পাট পচানো যায় এটি ভাবতেই তাদের অবাক লাগছে। কৃষি বিভাগ থেকেও তেমন প্রচার-প্রচারণা করা হয়নি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩২০ হেক্টর জমিতে বিভিন্নজাতের পাটের আবাদ হয়েছে। গতবছর ১৭৫০ হেক্টর জমিতে সোনালী আঁশ পাটের আবাদ করেছিলেন কৃষকেরা। কিন্তু পানির সংকটে পরিপক্ক পাট কেটে জাগ দেওয়ার সমস্যায় এবছর ৪৩০ হেক্টর জমিতে পাটের আবাদ কম হয়েছে।
ভদ্রসেনা গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন, পাট কেটে ওইসব জমিতে আমন ধানের আবাদ করেন তাঁরা। সঠিক সময়ে পরিপক্ক পাট কাটতে না পারলে এর গুনগতমান নষ্ট হবে। একই সঙ্গে দেরিতে রোপণ করতে হবে আমন ধানের চারা। এতে আমনের উৎপাদন ব্যাহত হবে।
উপজেলার এনায়েতপুর গ্রামের সমিরন কুমার মণ্ডল বলেন, ‘এই প্রথম রিবন রেটিং পদ্ধতির নাম শুনলাম। এ পদ্ধতির সাহায্যে কীভাবে পাটের আঁশ ছড়াতে হয় তাও জানি না। এটি চালু হলে কৃষকের খরচও কমতে পারে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাঁচা পাট কেটে দু’তিন দিন জমিতে ফেলে রেখে পাতা ঝরিয়ে নিয়ে রিবন রেটিং পদ্ধতিতে আঁশ ছড়াতে হবে। এ পদ্ধতিতে পাট পচালে আঁশের মান ও রঙ ভালো হবে। বাজারে আশানুরুপ দামও মিলবে। এ পদ্ধতিতে ছড়ানো পাটকাঠি দিয়ে জ্বালানির পাশাপাশি ঘরের বেড়া তৈরির কাজ করা যাবে। বর্তমানে এসব পাটকাঠি থেকে ফটোস্ট্যাস্ট মেশিন ও কম্পিউটার প্রিন্টারের কালি তৈরি হচ্ছে।
এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানোর কাজে অভ্যস্ত নন কৃষকেরা। প্রচলিত পদ্ধতি ব্যবহার করেই এ কাজটি করেন তাঁরা। তাই রিবন রেটিং পদ্ধতি জনপ্রিয়তা লাভ করেনি।