ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : বাজারে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় এবার পত্নীতলায় বেড়েছে আলু চাষ। আমন ধানের ফলন কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক সেই ক্ষতি পুশিয়ে নিতে কোমর বেঁধে নেমেছেন আলু চাষে। এবার বিঘার পর বিঘা জমিতে আলু রোপণ করছেন তারা। লক্ষমাত্রার চেয়ে বেশী হয়েছে চাষাবাদ। আলু চাষে খরচ কম লাগে। তাছাড়া আলুতোলার পরও ইরি রোপন করা যাবে।
উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে এবার আলু চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ১ হাজার ৭৩০ হেক্টর, চাষ হয়েছে ১ হাজার ৭৪০ হেক্টর।
সরেজমিনে দেখা যায় পত্নীতলার মাঠে মাঠে বিঘার পর বিঘা জমি এখন আলুর দখলে। দিনভর জমিতে আলু গাছের পরির্চযায় ব্যস্ত তারা নাওয়া-খাওয়ারও সময় নেই কৃষক পরিবারের। উপজেলার নাদৌড় গ্রামের কৃষক সুকুমল, হাবিবুর, মোতাহার, শরিফুল সহ কয়েক জন জানান আমন ধানে ফলন কম হয়েছে আমাদের লস হয়েছে তাই আমন তোলার পর আলু চাষ করেছি আলু তোলার পর ইরি রোপন করবেন তারা। এ দিকে বাজারে নতুন আলু ৫০ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষক সুকুমল বলেন এবার তিনি ৮ বিঘা জমিতে দেশীয় চরকি জাতের আলুচাষ করেছেন, আলুর গাছ ভাল হয়েছে ফলন ও ভাল হবে আশা করছেন, কৃষি বিভাগের পরামর্শ মতে তিনি আলু গাছের পরিচর্যা করেছেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন প্রতিনিয়ত তার জমিতে এসে পরামর্শ দেন এবং আলু ক্ষেত পরিদর্শন করেন। ১ বিঘা জমিতে আলু তোলা পর্যন্ত মোট খরচ হবে প্রায় ১২হাজার টাকা, দেশীয় জাতের আলু প্রতি বিঘাতে ৬০/৭০ মন হতে পারে দাম ভাল থাকলে অনেক লাভ হবে ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার জানান আলুর আবাদ ভাল হয়েছে বড় ধরনের কোন রোগবালাই নেই ফলনও ভাল হবে বাজারে নতুন আলুর দাম ভাল আছে আবহাওয়া অনূকুলে থাকলে কৃষকরা এবার লাভবান হবেন ।