ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : গত কয়েক বছর ধরে পাটের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা পাট চাষ থেকে প্রায় মুখ ফিরিয়েই নিয়েছিলেন। তবে বর্তমানে এই অবস্থার বেশ পরিবর্তন হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের বাম্পার ফলন হয়েছে।
এর ফলে গত কয়েক বছরের তুলনায় হেক্টর প্রতি পাটের ফলন বৃদ্ধিসহ ভাল দাম পেয়ে খুশি এ উপজেলার কৃষকরা।
শনিবার উপজেলার হাটপাঙ্গাসী কলেজ মাঠে পাট ক্রয় দেখে মনে হচ্ছে দেশে সোনালী আঁশ পাটে সুদিন ফিরতে শুরু করেছে।
উপজেলা ঘুরে দেখা যায়, বর্তমান সময়ে পাট কাটা, পানিতে জাগ দেয়া, আশঁ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেকে আবার বিভিন্ন হাটে ব্যাপারিদের কাছে বিক্রিও করছেন।
উপজেলার গঙ্গারামপুর গ্রামের পাট চাষী রফিকুল ইসলাম বলেন, গত বছর প্রতি মন পাট বিক্রি করেছি ১,৪০০ থেকে ১,৭০০ টাক পর্যন্ত। এ বছর প্রতি মন পাট বিক্রি করছি ২,৮০০ থেকে ৩,২০০ টাকা পর্যন্ত।
উপজেলা স্হানীয় কৃষি কর্মকর্তা রুস্তম আলী জানান, এবার পাটের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত পাটের ভালো দাম পাচ্ছেন। আশা করছি আগামী বছরে পাটের আরও ফলন বাড়বে। পাট সংরক্ষণ ও বাজারজাতকরণে কৃষকদের উপজেলা কৃষি অফিস সবসময় বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।