ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পূর্ব শক্রুতার জেরে প্রান্তিক ৩ কৃষকের ২ বিঘা জমিতে বিষ প্রয়োগ করে জমির ধান পুড়িয়ে দিয়েছে প্রভাবশালীরা।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপির কালনা গ্রামের পশ্চিমের জমির মাঠে। এঘটনায় প্রভাবশালীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না দরিদ্র ও প্রান্তিক ওই ৩ কৃষক।
সরেজমিন জমির মাঠে গিয়ে এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তানোর উপজেলার কালনা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সাদেক আলী (৪০)’র সাথে একই গ্রামের আব্দুস সোভানের ছেলে আবুল কালাম (৩৫)’র সাথে দীর্ঘদিন ধরে শক্রুতা চলে আসছিলো।
এরই জের ধরে সোমবার রাতে সোভানের ছেলে কালামের ৪০ শতক, মৃত খাইরুলের স্ত্রী বুলবুলীর ১৫ শতক ও আনিছুরের ছেলে আনোয়ারের ১০ শতকসহ মোট ৬৫ শতক জমিতে ঘাস ও জঙ্গল মারা বিষ প্রয়োগ করে সম্পূর্ণ জমির ধান পুড়িয়ে দিয়েছে।
এঘটনায় গ্রামবাসীসহ ক্ষতিগ্রস্থ্য কৃষকরা বলছেন গত বছরও একই গ্রামের আশরাফ আলীর ছেলে সাদেক আলী (৪২) ও তার ভাই সামসুদ্দীন (৫০) সাজ্জাদ (৫৫) সহ তাদের লোকজন ওই জমিতে বিষ দিয়ে ধার পুড়িয়ে ফেলার ঘটনায় আদালতে জরিমানা দিয়ে এসেছে। এবারো তারাই এঘটনা ঘটিয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ্য কৃষকসহ গ্রামবাসী।
এবিষয়ে যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত সাদেকের বক্তব্য পাওয়া যায়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ভয়েরনকোন কারন নেই, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।