ধূমকেতু প্রতিবেদক : পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অর্থকারী ফসল পাঠ। চাষীরা এক সময় পাট চাষ করে ভালো আয় রোজগার করলেও এখন আর সেই অবস্থা নেই। ঐতিহ্য হারাতে বসেছে দেশের সোনালী আঁশ খ্যাত পাট। ভালো দাম ও অনুকূল পরিবেশ না পাওয়ায় অনেক চাষী এখন পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবুও কিছু চাষী ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর নিয়মিত পাট চাষ করেন। আর গত দুবছর থেকে রাজশাহীর যেসব চাষিরা পাট চাষ করছেন তারা অনেকটাই লাভের মুখ দেখছেন। তাই আবারো চাষিদের সপ্ন দেখাচ্ছে অর্থকারী এ ফসল পাট।
আবহাওয়ার কারণে রাজশাহীতে তোষা পাট বেশি চাষ হয়। চাষিরা অন্যান্য বছর পাট চাষ করে তেমন লাভের মুখ না দেখলেও এবার অনুকূল পরিবেশ ও দাম ভালো থাকায় বিগত বছরগুলোর লোকসান পুষিয়ে নিতে পারবেন এমনটাও আশা করছেন কৃষকরা। পাটের ন্যায্য দাম পাওয়ার বিষয়টি এখন কৃষকদের সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা চায় ধানের যেমন সরকার মূল্য নির্ধাণ করে দিয়েছেন তেমনি পাটেও দাম নির্ধারণ করে দেয়া হোক। এতে কৃষকরা আবারো পাট চাষে উদ্বুদ্ধ হবে। পাটও চাষ হবে বেশি। যাতে কৃষকরা পাট করে মধ্যস্বত্বভোগীরা সুবিধা না পায় সে বিষয়ে সরকারকে নজর দিতে হবে। কারণ কষ্ট করে পাট চাষ করেন কৃষকরা। আর মধ্যস্বত্বভোগীরাই এর ফায়দা লুটে। এবার কৃষকদের শ্রমের বিনিময়ে ভালো ফলন হওয়া পাটের ভালো দাম পেতে তারা সরকারের কাছে দাম নির্ধারণের দাবি করছেন। বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে এবার ফলন কিছুটা কমলেও পাটের মান ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
জানা গেছে, রাজশাহী জেলায় চলতি বছর অনুকূল পরিবেশ থাকায় এবার ১৪ হাজার ৭৯৬ হেক্টর জমিতে পাট চাষ হয়। যা গত বছরের তুলনায় ১ হাজার হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। শুরু থেকেই পাট চাষে আবহাওয়া অনুকুলে ছিল। তাই দুঃশ্চিন্তা ছাড়াই পাট চাষ করতে পেরেছেন কৃষকরা। প্রতি বিঘা পাট আবাদের জন্য প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করতে হয় কৃষকদের। চাষীদের পাটের বীজ বপন, সেচ দেয়া, কাটা, জাগ দেয়া, শুকানো ও বাজারে বিক্রি করতে হয়। এরপর কৃষকরা দুই পয়সার মুখ দেখতে পান।
এবার রাজশাহীতে বর্ষা মৌসুমের শুরু থেকেই ভারি বৃষ্টিপাত হচ্ছে। আর এখন পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার কারণে পাট চাষীদের তেমন কোনো বেগ পোহাতে হচ্ছে না। ঘনঘন ভারি বৃষ্টিপাত হওয়ার কারণে এখন রাজশাহীর খাল, বিল, নদী ও নালা পানি ভরে থৈ থৈ করছে। পাট কাটার পর জাগ দেয়ার জন্য তেমন চিন্তা করতে হয়নি। বেশি পানি থাকায় পরিস্কার পানিতে জাগ দিয়ে ভালো আঁশ হওয়ার পাশপাশি পাটের মানও ভালো হয়েছে।
রাজশাহীর ৯টি উপজেলার কম বেশি সব উপজেলাতেই পাট চাষ হয়। তবে রাজশাহীর বাঘা, চারঘাট ও পবা উপজেলায় বেশি পাট চাষ হয়। আর এসব উপজেলার মাটি পাট চাষের জন্য বেশি উপযোগি থাকে। গত বছর প্রতি হেক্টরে ২.৯২ টন ফলন হয়েছিল। কিন্ত এ বছর বেশি বৃষ্টিপাত হওয়ায় ফলন কিছুটা কমে ২.৭ ফলন হয়েছে। জেলার বিশেষ করে তিনটি উপজেলা বাঘা, চারঘাট ও পবায় অধিকাংশ পাট চাষ হয়ে থাকে। ইতিমধ্যেই ৮৫ শতাংশ পাট কাটা হয়ে গেছে। এখন চলছে জাগ দেয়া, শুকানো ও বাজারে বিক্রি করার পালা। অনেক চাষী ইতিমধ্যেই পাট বাজারে বিক্রি করেছেন। এবার প্রতি মন ভালো মানের পাট বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা মণ। আর মাঝারি পাট বিক্রি হচ্ছে ১৮০০ টাকা মণ। দাম ভালো পাওয়ায় অন্য বছরের তুলনায় এবার খুশিতেই রয়েছেন পাট চাষীরা।
পবা উপজেলার পারিলা ইউনিয়নের রবু নামের এক পাট চাষী বলেন, অন্য বছরগুলোতে তেমন পাটের দাম পায়নি। এবার কিছুটা দাম আছে। তবে মধ্যস্বত্বভোগীদের জন্য আমরা ন্যায্য দাম পাইনা। তাই সরকার যদি দাম নির্ধারণ করে দিতো তাহলে আমরা ন্যায্য দাম পেতাম। ফলনও এবার ভালো হয়েছে। পানি থাকায় পাট কেটে জাগ দেয়া নিয়েও তেমন চিন্তা করতে হয়নি। আমি প্রায় ৫ বিঘা জমিতে পাট চাষ করেছি। দামও এখন পর্যন্ত ভালো রয়েছে। প্রতি মন পাট ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
একই উপজেলার সাইফুল নামের আরেক পাট চাষী বলেন, আবহাওয়াটা এবার মোটামুটি পাট চাষের জন্য উপযোগি ছিল। জাগ দেয়ার জন্যও চিন্তা করতে হয়নি। দাম ভালো পেলে অন্য বছরের লোকশান পুষিয়ে নেয়া সম্ভব হবে।
আরেক পাটচাষী বলেন, আমরা এখন যারা পাট চাষ করি তারা এক রকম ঐতিহ্য ধরে রাখতেই পাট চাষ করি। পাটের তেমন দাম পাওয়া যায়না। এ বছর মনে হচ্ছে পাট বিক্রি করে কিছু অর্থ পাবো। সরকারের পক্ষ থেকে দাম নির্ধারণ করে দেয়া হলে আরো বেশি ভালো হতো।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল হক বলেন, এবার পাট ভালো হয়েছে। বৃষ্টিপাত বেশি হওয়ায় জাগ দেয়া নিয়ে তেমন চিন্তা করতে হয়নি কৃষকদের। আঁশও ভালো হচ্ছে। ইতিমধ্যেই ৯৫ শতাংশ পাট কাটা হয়ে হয়েছে। কৃষকরা দামও ভালো পাচ্ছে। তবে বেশি পানি হওয়ার কারণে ফলন কিছুটা কম হয়েছে। বেশি পানি হলে পাটের ফলন ভালো হয়নি। দাম নির্ধারণের ব্যাপারে বলেন, এটা নিয়ে আমাদের তেমন কিছু করার নেই। কারণ আলাদা পাট অধিদপ্তর রয়েছে। বেসরকারী সংস্থাগুলোই বেশি পাট কিনে থাকেন।