ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোরে আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে জমিতে রোপা আমন ধানের চারা রোপণ করা হয়েছে। উপজেলার পাচন্দর ইউপির নব নির্মিত ভবনের পশ্চিম দিকের মুল রাস্তার উত্তর পার্শের জমি রোপণের ঘটনা ঘটেছে গত ১৫ আগস্ট শনিবারে । এতে করে উভয়পক্ষের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।
মামলার বিবরণে উল্লেখ, উপজেলার প্রানপুর মৌজার ৪০ নম্বর আর এস খতিয়ান ভুক্ত ৩৫১ নং দাগের ৪১ শতাংশ ধানী জমির উপর জোর পূর্বক দখলের বিরুদ্ধে চলতি মাসের ৭ জুলাই তারিখে আদালতে ১৪৪ ধারা জারির জন্য এজহার দায়ের করেন প্রানপুর গ্রামের মৃত মনির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম। আদালত সেটি আমলে নিয়ে তানোর ৩১৩ পি/২০২০ সাল মুলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য্য করে ১৪৪ ধারার আদেশ জারি করেন। এর মধ্যেই গত শনিবার মামলার আসামী আব্দুর রশিদের ভাড়াটিয়া কামরুলসহ বেশ কিছু লোক জমি রোপণ করেন। তবে আব্দুর রশিদের ভাড়াটিয়া কামরুল জানান এসব বিষয়ে আমরা কিছুই জানিনা। থানায় জমির কাগজপত্র নিয়ে একাধিকবার দিন ঠিক হলেও মামলার ভাদিনির ভাই থানা মোড়ের রেজিয়া টেলিকমের মালিক দেলোয়ার হোসেন বসতে রাজি হননি। তাদের কাগজপত্র সঠিক না। আমাদেরটা সঠিক তদন্ত করলেই আসলটা বেরিয়ে পড়বে বলে দাবি করেন তিনি।আমরা ১৪৪ ধারা জারির আগেই রোপণ করেছি বলে দাবি করেন।
এদিকে মামলার ভাদিনির ভাই দেলোয়ার হোসেন জানান তাঁরা ১৪৪ ধারা সম্পর্কে অবহিত হবার পরো গায়ের জোরে কিছু মাস্তান ভাড়া করে ১৫ আগস্ট শনিবার জমি রোপণ করেন। এর বিরুদ্ধে আরেকটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে তানোর থানার অফিসার (ওসি) রাকিবুল হাসান জানান, ১৪৪ ধারা ভঙ্গ করে জমি রোপণ করেছে এ বিষয়ে আদালতকে অবহিত করা হয়েছে।