ধূমকেতু প্রতিবেদক : মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের খেলায় শুক্রবার (১৫ এপ্রিল) কলেজিয়েট স্কুল ৭ উইকেটে হারায় রিভারভিউ এন্ড কালেক্টরেট স্কুলকে।
টস জয়ী রিভারভিউ ব্যাট করতে নেমে ২৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ তৌসিফ ২১, অন্তর ২২ ও জুয়েল ৩২ রান করেন।
বিপক্ষ দলের পক্ষে রাইসুল ৩৫ রানে ৫টি ও আরিব ২৩ রানে ৩টি উইকেট নেন। জবাবে কলেজিয়েট ব্যাট করতে নেমে ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১১৭ রান।
দলের পক্ষে সর্বোচ্চ নাসিব ২৮, রিদম ২৭, ফারনিয়া অপরাজিত ২৩ ও রাইসুল অপরাজিত ২৮ রান করেন। বিপক্ষে শ্রী রাহুল, সিয়াম ও সমির ১টি করে উইকেট নেন।