ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে/২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আলাদিপুর-হরিপুর তরুণ সংঘের আয়োজনে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে আলাদিপুর শেখ রাসেল মিনি স্টিডিয়াম মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রথমে খেলাটি ১-১ গোলে শেষ হলে পরে ট্রাইবেকারে গোমস্তাপুর ফুটবল একাদশ ৫-৩ গোলে সাপাহার হরিপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ফিরোজ কবির।
খেলা শেষে মতিউর রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।