ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে নিজ দেশের ক্রিকেটারদের সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি শিষ্যদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্রিকেট মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে গালাগাল দেয়ার কোনো সুযোগ নেই।
ল্যাঙ্গার বলেছেন, ঠাট্টা তামাশা করার অনেক জায়গা আছে; যাতে মজা হয় এবং লড়াকু মনোভাবও জিইয়ে থাকে। কিন্তু মাঠে গালাগাল বা প্রতিপক্ষ খেলোয়াড়কে অসম্মান করার কোনো সুযোগ নেই। গত কয়েক বছর ধরে মাঠ ও মাঠের বাইরে আচরণ পরিবর্তনে আমরা অনেক চেষ্টা করেছি।
বিগত বছরগুলোতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের উত্তেজনার রেশ মাঠের বাইরেও ছড়িয়ে ছিল। সেই উত্তেজনা একটা সময়ে তিক্ততায়ও পরিণত হয়েছিল। এ কারণেই সিরিজের আগে ক্রিকেটারদের সতর্ক করলেন ল্যাঙ্গার।
তিনি আরও বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যাকার দ্বিপাক্ষিক সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। মাঠের পরতে পরতে উত্তেজনা থাকবে। আশা করছি সমর্থকরা খেলা দেখে বিনোদিত হবেন। খেলা দেখে মানুষের মুখে হাসি ফোটবে। দর্শককে তেমন একটা সিরিজ উপহার দেয়ার জন্য আমরা মুখিয়ে আছি।