ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) সকালে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ৫ টি ইভেন্টে ২শ ৪০ জন প্রতিযোগী অংশ নেয়।