ধূমকেতু নিউজ ডেস্ক : সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। তাদের পিছু পিছু সেরা চারে নাম লিখিয়েছে জেমকন খুলনা এবং বেক্সিমকো ঢাকাও। শেষ দল হিসেবে কারা যাবে? ফরচুন বরিশাল নাকি মিনিস্টার গ্রুপ রাজশাহী? সেটি জানতেই অপেক্ষা সবার।
আজ (বৃহস্পতিবার) দিনের দ্বিতীয় ম্যাচে প্লে-অফের পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ বরিশালের সামনে। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে তামিমের বরিশাল। ম্যাচটি জিতলে রাজশাহীর চেয়ে একধাপ এগিয়ে যাবে তারা।
এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম। নিজেদের একাদশে এনেছে একঝাঁক পরিবর্তন। লিটন দাস, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসানের জায়গায় দলে নেয়া হয়েছে সৈকত আলি, রুয়েল মিয়া, মেহেদি হাসান ও সঞ্জিত সাহাকে।
অন্যদিকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল। ইনজুরির কারণে ছিটকে গেছেন আবু জায়েদ রাহী। তার পরিবর্তে বরিশাল মাঠে নামাচ্ছে সালাউদ্দিন শাকিলকে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচে দুটি ম্যাচ জিতেছে বরিশাল। তাদের প্রতিদ্বন্দ্বী রাজশাহী ৭ ম্যাচে জিতেছে দুটি। ফলে আজ জিতলে রাজশাহীর চেয়ে এগিয়ে যাবে বরিশাল।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক, উইকেটোরক্ষক), সৌম্য সরকার, সৈকত আলি, শামসুর রহমার শুভ, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া, মেহেদি হাসান ও সঞ্জিত সাহা।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সালাউদ্দিন শাকিল, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি।