ধূমকেতু নিউজ ডেস্ক : হাতে সময় মাত্র দুই দিন। শেষ সময়েও কঠোর অনুশীলন ভারতীয় দলের। আগামী বৃস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। এই ম্যাচকে সামনে রেখে গতকাল সোমবারও জোর প্রস্তুতি নিয়েছে রোহিত শর্মারা।
ব্যাটিং আর বোলিং অনুশীলনের পর ভারতীয়দের গুরুত্ব এবার ফিল্ডিংয়ে। টাইগারদের আটকাতে ভিন্ন ছক আঁকছেন ভারতের ফিল্ডিং কোচ টি. দিলীপ। শিষ্যরা যেন ক্যাচ নেওয়া আর ফিল্ডিংয়ে কোনো ভুল না করেন, সেজন্য গতকাল চিপকে ভিন্ন কৌশলে রোহিত-কোহলিদের অনুশীলন করিয়েছেন তিনি।
এদিন ভারতীয় দলকে দুই দলে ভাগ করে নেন দিলীপ। ছোট ছোট প্রতিযোগিতার মাধ্যমে অনুশীলন সেশন সম্পন্ন করেন তিনি। ক্রিকেটারদের অনুশীলনে একটি ভিডিও প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতিযোগিতায় কোন দল জয়ী হয়েছে, বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে সেই তথ্যও দিয়েছেন দিলীপ।
বিসিসিআই-এর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দিলীপ বলেন, ‘আজকের পুরো সেশনের লক্ষ্য ছিল, দল হিসাবে সবাইকে একত্রিত করা। যেখানে আমাদের দুটি অংশ রয়েছে। প্রথম বিভাগটি ছিল প্রতিযোগিতার, চেন্নাই মাঠের আর্দ্রতা বিবেচনায় নিয়ে। আমরা (ক্রিকেটারদের) দুটি দলে বিভক্ত করেছি এবং কিছু প্রতিযোগিতার আয়োজন করেছি। যেখানে ছিল ক্যাচ নেওয়া ও ভুল-ত্রুটির সংখ্যা কমানোর প্রতিযোগিতা। আজ (সোমবার) বিরাটের (কোহলি) দল জিতেছে।’
ভিডিওতে দেখা গেছে, কোহলি ও রবীন্দ্র জাদেজা ডাইভ দিচ্ছেন। ব্যাটার যসস্বি জয়সওয়াল দারুণ কিছু ক্যাচ নিচ্ছেন।
দিলীপ আরও বলেন, ‘পরবর্তীতে বোলার এবং অলরাউন্ডারদের দুটি দলে বিভক্ত হয়েছি। যেখানে আউটফিল্ড এবং ইনফিল্ড ক্যাচিংয়ের পাশাপাশি আক্রমণাত্মক গ্রাউন্ড ফিল্ডিং অনুশীলন করা হয়েছিল। ব্যাটারদের দলকে স্লিপ কর্ডন, স্ট্যান্ডার্ড স্লিপ কর্ডন ক্যাচিং এবং শর্ট লেগ ও সিলি পয়েন্ট অঞ্চলের ফিল্ডিং অনুশীলন করানো হয়েছিল।’
‘সামগ্রিকভাবে আমি বলবো, এটি একটি দুর্দান্ত সেশন ছিল। পরিস্থিতি বিবেচনায় বিশেষত প্রখর রোদে খেলতে অভ্যস্ত হয়েছি। দলের একটি বড় অংশ ছিল পরিস্থিতি এবং আবহাওয়া নির্বিশেষে তিনটি বিভাগেই ভালো করেছে।’
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew