ধূমকেতু নিউজ ডেস্ক : বাফুফে ভবনের পাশের সবুজ টার্ফে খেলছেন ২২ ফুটবলার। তাদের মধ্যে ব্যতিক্রম একজন। তিনি অস্ট্রেলিয়ার শন লিন। মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত লাল ও সবুজ দলের প্রীতি ম্যাচে খেলতে নেমেছিলেন এই ভীনদেশিও।
তবে তিনি ফুটবলেরই মানুষ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ। আগের বছরও ছিলেন সাদা-কালোদের ডাগআউটে। দ্বিতীয় বছরের মতো দলটির হাল ধরেছেন এই অস্ট্রেলিয়ান। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দিনে তিনিও খেলতে নেমে গেলেন ফুটবল।
ম্যাচে এই শন লিনকেই বারবার আলাদা করে চোখে পড়ছিল। সাদা ধবধবে শন লিন যেন নিজেদের দেশের জাতীয় এক আনন্দে গা ভাসালেন। কেমন লাগছে? ‘আমি জানি এই দিনটি এ দেশের মানুষের জন্য গর্বের একদিন। এই দিনে তোমারা বিজয় অর্জন করেছিলে। তোমাদের এই আনন্দের দিনে আমিও খেলতে নেমে গেলাম’-বলছিলেন মোহামেডান ফুটবল দলের অস্ট্রেলিয়ান কোচ।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই প্রীতি ম্যাচে লাল দল ৩-০ গোলে হারিয়েছে সবুজ দলকে। তবে ম্যাচের পর দুই দলের অধিনায়কের হাতেই ট্রফি তুলে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
ম্যাচটি ঘিরে বাফুফে টার্ফ পরিণত হয়েছিল তারকা ফুটবলারদের মিলনমেলায়। আবু ইউসুফ, কায়সার হামিদ, ছাইদ হাছান কানন, নকীব, জাকির, স্বপন, নিজাম, রুপু, শুভ্র, আলফাজ, ডন, বিদ্যুৎ, টিটো, নজরুল, খোকন দাস, কাঞ্চন, লাজুক, লাহুল, জিলানীরা মাঠ মাতিয়েছেন বিজয় দিবসে। তাদের সঙ্গে সমান আনন্দে মেতেছিলেন ভিনদেশি শন লিন।