ধূমকেতু নিউজ ডেস্ক : বিগ ব্যাশে তাণ্ডব চালালেন সিডনি সিক্সার্সের ব্যাটসম্যান ড্যানিয়েল ক্রিস্টিয়ান। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি অর্ধশতক হাঁকিয়েছেন মাত্র ১৫ বলে। বিগ ব্যাশের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। ভেঙেছেন টিম লুডম্যান ও ক্রিস লিনের রেকর্ড।
অ্যাডিলেডের বিপক্ষে ক্রিস্টিয়ান যখন মাঠে নেমেছেন তখন তার দলের অবস্থা খুব শোচনীয়। ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে তার দলের সংগ্রহ তখন মাত্র ৫৮ রান। কিন্তু মাঠে নেমেই সব উলটপালট করে দেন ক্রিস্টিয়ান। অ্যাডিলেডের বোলারদের তুলোধুনা করে মাত্র ১৫ বলে ফিফটি হাঁকিয়েছেন। ফিফটি হাঁকানোর ঠিক পরের বলেই ওয়েস অ্যাগারের শিকার হন ক্রিস্টিয়ান।
তার এই রেকর্ড গড়া ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা। স্ট্রাইকরেট ৩১২.৫০! ক্রিস্টিয়ানের এই টর্নেডো ইনিংসের সুবাদে সিডনি সিক্সার্স ২০ ওভারে ১৭৭ রানের সংগ্রহ পায়।
বিগ ব্যাশে দ্রুততম অর্ধশতকটির মালিক ক্রিস গেইল। মাত্র ১২ বলে অর্ধশতকটি হাঁকিয়েছিলেন তিনি। যৌথভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম অর্ধশতকও এটি। ক্রিস্টিয়ানের আজকের এই রেকর্ডের আগে বিগ ব্যাশে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড ছিল লুডম্যান ও লিনের। তারা দুইজনেই ১৮ বলে ফিফটি হাঁকিয়েছিলেন।