ধূমকেতু নিউজ ডেস্ক : অ্যাডিলেডে প্রথম টেস্টটিতে সুযোগ পাননি। তবে দ্বিতীয়টিতে মাঠে নেমেই নিজের সহজাত চঞ্চলতা দেখিয়ে চলেছেন রিশাভ পান্ত। বরাবরের মতো মেলবোর্ন টেস্টেও উইকেটের পেছন থেকে বিরক্ত করছেন ব্যাটসম্যানকে। যা নিয়ে মাঠেই তার সঙ্গে লেগে গিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু ওয়েডের।
টেস্টের তৃতীয় দিনের ঘটনা। অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ে একাই হাল ধরে ছিলেন ওয়েড। উইকেটে দাঁড়িয়ে গিয়েছিলেন চীনের প্রাচীর হয়ে। আর থিতু এই ব্যাটসম্যানের মনোযোগ নষ্ট করতেই উইকেটের পেছন থেকে নানা কাণ্ড করতে থাকেন পান্ত।
ইনিংসের ২৫তম ওভারে এসে তো খেপেই যান ওয়েড। বিরক্ত হয়ে পান্তকে আক্রমণ করেন, ব্যঙ্গ করেন তার ভারি শরীর নিয়ে। যা কিনা ধরা পড়েছে স্ট্যাম্প মাইক্রোফোনে।
মাইক্রোফোন রেকর্ডে শোনা যায় পান্তকে ওয়েড বলছেন, ‘তোমার ওজন ২৫ কেজি বেশি হবে না? তুমি কি ২০, ২৫ নাকি ৩০ কেজি ওভারওয়েট? তুমি আবার নিজেকে বিগ স্ক্রিনে দেখবে? স্ক্রিনে তোমার নিজেকে দেখলে খুবই হাস্যকর লাগবে।’
দিন শেষে পান্তর সঙ্গে ওই মাঠের লড়াই নিয়ে ফক্স স্পোর্টসের সঙ্গেও কথা হয়েছে ওয়েডের। অসি ওপেনার জানান, পান্ত কিছু হলেই উইকেটের পেছন থেকে ‘হে হে’ করে হাসতে থাকেন।
ওয়েড বলেন, ‘সে সবসময় হাসতেই থাকে। খুব বেশি কিছু বলে না, কিন্তু অবিরাম হাসতেই থাকে। আমি জানি না এত মজার কি আছে, সম্ভবত আমার ব্যাটিংটাই এত মজাদার (তার কাছে)।’
মেলবোর্ন টেস্টে বেশ ভালো অবস্থানে আছে ভারত। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে তুলেছে ১৩৩ রান। মাত্র ২ রানের লিড হয়েছে। অসিদের ব্যাটিংয়ে ভরসা হয়ে ছিলেন ওয়েড। ১৩৭ বল খেলে ৪০ রান করে আউট হন তিনি।