ধূমকেতু নিউজ ডেস্ক : লা লিগার বড় তিনটি ম্যাচ আজ রাতে অনুষ্ঠিত হবে। আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
শনিবার রাত ২ টায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যরা চলতি আসরের শেষ ৫ ম্যাচে হারের মুখ দেখেনি। চারটিতে জয় আর এক ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ওসাসুনা ১৭ ম্যাচ খেলে তিন ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে রয়েছে। সে বিবেচনায় রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে।
রাত সাড়ে ১১ টায় গ্রানাডার মুখোমুখি হবে লিওনেল মেসির বার্সেলোনা। ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট তুলে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কাতালানরা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে গ্রানাদা। এই ম্যাচে হয় তুলে তৃতীয় স্থানে উঠে আসাই লক্ষ্য কোম্যানের শিষ্যদের।
অপর ম্যাচে রাত সোয়া ৯ টায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে লড়বে অ্যাটলেটিক বিলবাও। অন্যদিকে সন্ধ্যা ৭ টায় সেভিয়ার বিপক্ষে খেলবে রিয়াল সোসিয়েদাদ।