ধূমকেতু নিউজ ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই সিরিজের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শেষ ম্যাচ নিয়ম রক্ষার বলা হলেও গুরুত্ব কমেনি একটুও।
আইসিসি ওয়ানডে সুপার লিগের সব ম্যাচই গুরুত্বপূর্ণ।
সোমবার সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিতে মাঠে নেমেছে তামিম বাহিনী।
ঢাকার দুই ম্যাচের মতো মতো চট্টগ্রামে এই ম্যাচের আগেও মাঠে হাঁটু গেড়ে বসে ও হাত উঁচিয়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সমর্থন জানায় দুই দল।
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। আর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার লিটনকে হারায় বাংলাদেশ। রানের খাতাই খুলতে পারেননি লিটন।
ইনিংস শুরুর প্রথম ওভারেই ক্যারিবীয় শিবিরে সাফল্য এনে দেন ডানহাতি ক্যরিবীয় পেসার আলজারি জোসেফ। তার প্রথম ওভারের পঞ্চমবলে আউট হন ওপেনার লিটন দাস।
লিটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জোসেফ। দলের স্কোর তখন ১ রানে ১ উইকেট। জোসেফের প্রথম বলে ১ রান নিয়ে লিটনকে স্ট্রাইক দিয়েছিলেন তামিম।
লিটনের পর অধিনায়ক তামিমকে সঙ্গ দিতে মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমেই দুটি বাউন্ডারি হাঁকিয়ে উইন্ডিজ বোলিং ডিপার্টমেন্টে কাঁপন ধরান শান্ত।
চমৎকার খেলছিলেন শান্ত। পরে নেমে কম বল খেলে তামিমের চেয়ে এগিয়ে যান। ধারণা করা হচ্ছিল, আজ বড় ইনিংস আসবে শান্তর ব্যাট থেকে।
কিন্তু তা আর হতে দেননি অলরাউন্ডার কাইল মায়েস। ওপেনার লিটন দাসের মতো তিনিও এলবিডব্লিউয়ের ফাঁদে আটকা পড়েন।
সাজঘরে ফিরে যাওয়ার আগে ৩০ বলে ২০ রান করেছেন শান্ত। এরমধ্যে তিনটি চারের মার রয়েছে।
শান্ত অবশ্য কিওন হার্ডিংয়ের শিকার হতে যাচ্ছিলেন। অভিষেকে নিজের তৃতীয় ওভারে উইকেট পেয়ে যাচ্ছিলেন কিওন হার্ডিং। একটুর জন্য যা হয়নি। শান্তর দেওয়া দুরূহ সুযোগ কাজে লাগাতে পারেননি জেসন মোহাম্মেদ।
কাভারের উপর দিয়ে উঠিয়ে মারতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দেন। বলে আঙুল ছোঁয়াতে পারলেও ক্যাচ মুঠোয় নিতে পারেননি ক্যারিবিয়ান অধিনায়ক। সে সময় ১২ রানে ছিলেন শান্ত।
শান্তর আগে শূন্যরানে ফিরেছেন ওপেনার লিটন দাস। ইনিংস শুরুর প্রথম ওভারের পঞ্চম বলে শূন্যরানে লিটনকে ফেরান ২৪ বছর বয়সী এ ক্যারিবীয় পেসার।
আলজারি জোসেফেকে লেগে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু লেগ স্টাম্পে থাকা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। অন্য প্রান্তে তামিম ইকবালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন লিটন, রিভিউ নেবেন কি না। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগেই রিভিউ নেওয়ার সময় শেষ হয়ে যায়।
শান্ত সাজঘরে ফিরে যাওয়ার পর ব্যাট হাতে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় দেখেশুনে ব্যাট করছেন তিনি।
এরইমধ্যে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৫ রান। ওপেনার তামিম ২৯ বলে ২৮ রান ও সাকিব ১৩ বলে ১১ রানে অপরাজিত রয়েছেন।