ধূমকেতু নিউজ ডেস্ক : বৃষ্টিতে ভেসে গিয়েছিল অকল্যান্ডের মাঠ। নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পরে শুরু হলে ম্যাচ কেটে ১০ ওভারে নিয়ে আসা হয়।
আর টসে জিতে ব্যাটিং নেওয়াটাই কাল হয়ে দাঁড়াল অধিনায়ক লিটন দাসের।
ব্যাট হাতে পেয়ে অকল্যান্ডের মাঠে রানের বৃষ্টি ঝড়ালেন কিউই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালন।
এ দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে মাত্র ১০ ওভারে ১৪২ রানের লক্ষ্য ছুড়ে দেয় নিউজিল্যান্ড।
আর এতো বড় লক্ষ্য তাড়ায় মাঠে নেমেই বিপর্যস্ত বাংলাদেশ দল।
৪ বল খেলে দুই বাউন্ডারি হাঁকিয়েই আউট হয়ে গেছেন ওপেনার সৌম্য সরকার। ১০ রান জমা করেই বিদায় নেন তিনি।
কিউই অধিনায়ক টিম সাউদির বলে কট এন্ড বোল্ড হন সৌম্য।
সৌম্যর দেখাদেখি আউট হয়ে গেছেন অধিনায়ক লিটন দাসও। এক বল মোকাবিলা করতে গিয়েই সাউদির বলে সরাসরি বোল্ড হয়ে ফিরলেন। রানের খাতাই খুলতে পারলেন না তিনি।
অধিনায়কের পর আউট হয়ে গেছেন ওপেনার নাঈম শেখও। ১১ বলে ১৯ রান করে অ্যাশলের বলে সাজঘরে ফিরেছেন তিনি।
সৌম্য ও লিটনের আউটের পর ব্যাট হাতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। অপরপ্রান্তে নতুন ব্যাটসম্যান অলরাউন্ডার আফিফ হোসেন।
এ প্রতিবেদন লেখার সময় ৩.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩১ রান।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালান গাপটিল ও ফিন।
তাদের মারুকুটে ইনিংসে রীতিমতো রানের বন্যায় খরকুটোর মতো ভেসে গেলে বাংলাদেশি বোলাররা।
গাপটিলের ১৯ বলে ৪৪ রানের ইনিংসের পাশাপাশি তাণ্ডব চালালেন ফিন। মাত্র ২৯ বলে করলেন ৭১ রান।
গাপটিল ঝড় থামিয়েছেন ডানহাতি অফ-ব্রেক বোলার মেহেদী হাসান।
বাংলাদেশি বোলারদের পাড়ার ক্রিকেটার বানিয়ে ছাড়লেন ফিন অ্যালান। মাত্র ২৯ বলে ৭১ রান করে আউট হন তিনি। এতে ৩টি ছক্কা ও ১০টি চারের মার ছিল।
তার এই টর্নেডো ইনিংসে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৪১ রান।
অর্থাৎ প্রতি ওভারে ১৪.১০ করে রান তুলেছে কিউই ব্যাটসম্যানরা।
ম্যাচে গাপটিল মেরেছেন সর্বাধিক পাঁচটি ছক্কা। তিনি আউটের পর মাঠে নেমে গ্লেন ফিলিপসও তাণ্ডব শুরু করেছিলেন। কিন্তু দুই ওপেনারের মতো পারেননি তিনি।
পেসার শরিফুল ইসলামের বলে সৌম্যর হাতে ক্যাচ দেওয়ার আগে ফিলিপস করেন ৬ বলে ১৪ রান। এর মধ্যে মাত্র ২ রান এসেছে দৌড়িয়ে। বাকি ১২ রান এসেছে দুটি ছক্কায়।
ফিলিপসের আউটের পর ফিনের সঙ্গী হন ড্যারেন মিচেল। ৬ বলে ১১ রান করে অপাজিত থাকেন।