ধূমকেতু নিউজ ডেস্ক : শনিবার রাতে অ্যাটলেটিকো বিলবাওকে হারিয়ে ৩১তম কোপা দেল রে শিরোপা জিতেছে বার্সেলোনা। দলের ৪-০ গোলের জয়ে অধিনায়ক লিওনেল মেসির অবদান ছিল জোড়া গোল। অন্য দুই গোল করেছেন অ্যান্তনিও গ্রিজম্যান ও ফ্রেংকি ডি ইয়ং।
জোড়া গোল করে এই ম্যাচে দুই রেকর্ড গড়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে প্রথম কোপা দেল রে শিরোপাও নিজের করে নিয়েছেন মেসি। সবশেষে ২০১৮ সালে কোপা দেল রে শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর দলের অধিনায়কত্ব পান মেসি।
গত দুই-আড়াই বছরে আর এ শিরোপাটি ছোঁয়া হয়নি তার। অবশেষে ২০২০-২১ মৌসুমে ঘুচল অপেক্ষা। কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়ে বেজায় খুশি মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তার কণ্ঠে। এতদিনে যেন অধিনায়কত্বের মজাটা পেতে শুরু করেছেন তিনি।
সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করলে কোনো ক্যাপশন দেন না মেসি। তবে এবার শিরোপা জেতার পর চারটি ছবি আপলোড করে মেসি লিখেছেন, ‘এটি একটি খুব কঠিন কাপ ছিল এবং এই আনন্দ আমাদের প্রাপ্য ছিল! চ্যাম্পিয়নস!’
এর আগে ম্যাচ শেষ হওয়ার পর বার্সা টিভিতে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আজকে খুব আনন্দের একটি দিন। এমন একটা দলের অধিনায়ক হতে পারা সবসময়ই বিশেষ অনুভূতি, যেখানে আমি সারাজীবন ধরে খেলছি। এই শিরোপাও বিশেষ। কারণ অনেক তরুণ খেলোয়াড়দের নিয়ে আমরা একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছি। দলটা বেড়ে উঠছে এবং লা লিগার জন্য লড়ছে।’
শিরোপা জিতে অনেক বেশি খুশি হলেও, দর্শকদের সামনে এটি উদযাপন করতে না পারায় খানিক হতাশাও রয়েছে মেসির।
তিনি বলেন, ‘ভক্তদের সামনে ট্রফি জয় উদ্যাপন করতে পারছি না, ব্যাপারটা কষ্টের। কিছু করার নেই, এখন এভাবেই চলতে হবে আমাদের। খুবই হতাশার বিষয় এটা। কোপা দেল রে সবসময়ই একটা বিশেষ স্থান দখল করে থাকে, আমাদের ভক্তরাও এই ট্রফি জিতলে অনেক আনন্দ পায়।’