ধূমকেতু নিউজ ডেস্ক : লক্ষ্য ২৮৫ রান। ওভার ৪৫টি। নিঃসন্দেহে লক্ষ্যটা অনেক বড়। তবে তার চেয়েও হয়তো উদার ছিল বিকেএসপির ৪ নম্বর মাঠটি। বাংলাদেশ দলের মধ্যে আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচটি দেখে সেটাই প্রমাণ হচ্ছে। কারণ, এতবড় স্কোরকেই মামুলি বানিয়ে ৪ ওভার আগেই ৫ উইকেটের বড় জয় পেয়ে গেলো তামিম ইকবালের বিসিবি লাল দল।
অর্থ্যাৎ, ৪১ ওভারেই মাহমুদউল্লাহ রিয়াদদের বিসিবি সবুজ দলকে হারিয়ে দিলো তামিম ইকবালের বিসিবি লাল দল। মাত্র ৫৮ বল খেলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজেকে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। ৭ বাউন্ডারি আর ৪টি ছক্কায় তিনি করেন ৮০ রান।
মুশফিকুর রহীমও ছিলেন দারুণ বিধ্বংসী। ৫৫ বলে তিনি খেলেন ৬৪ রানের ইনিংস। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ২টি। তবে তাকে আউট করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দলের বোলাররা। তিনি নিজেই মাঠ ছেড়ে উঠে যান। দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া ইমরুল কায়েস ৩৯ বলে খেললেন মাত্র ৩৩ রানের ইনিংস।
২৮ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাইফউদ্দিন অপরাজিত থাকলেন ২৬ রান করে এবং মেহেদী হাসান ২৭ বলে ২৪ রান করে মাঠ ছেড়ে যান। লিটন দাসের ব্যাট থেকে বেরিয়ে আসে মাত্র ১৫ রান।
সাকিব আল হাসান হাত ঘোরাম ৬ ওভার। রান দিয়েছেন ৪৫টি। উইকেট নিয়েছেন ১টি। তাসকিনও ৬ ওভারে দিয়েছেন ৪৫ রান। তবে কোনো উইকেট পাননি। মাহমুদউল্লাহ রিয়াদ ৩ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য সরকার (৬০), মাহমুদউল্লাহ রিয়াদ (৬২) এবং আফিফ হোসেন ধ্রুবর (৬৪) তিনটি হাফ সেঞ্চুরির সৌজন্যে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে সবুজ দল। মোস্তাফিজুর রহমান ৭ ওভার বল করেন ৪৮ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি।