ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর্দা উঠতে আর তিন সপ্তাহও নেই। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১৮ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। এই টেস্ট ফাইনালকে একটু অন্যভাবে দেখছেন কিউই পেসার নিল ওয়াগনার।
২০১২ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হলেও ওয়াগনার কখনও খেলেননি ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট। তাতে করে দুইবার নিউ জিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করার স্বাদ পাননি। তাই টেস্ট ফাইনাল নিয়ে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে তার মনে। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াগানর বললেন, তার কাছে এটা হতে যাচ্ছে বিশ্বকাপ শিরোপার লড়াইয়ের মতো।
‘হ্যাঁ, এটা আমার কাছে বিশ্বকাপ ফাইনালের মতো। মনে হয় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হতাশা হলো আমি নিউ জিল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেট খেলিনি কিংবা টি-টোয়েন্টি অথবা ওয়ানডে দলে জায়গা করতে পারিনি। সেই সুযোগ সম্ভবত আর নেই এবং আমি মনে করি না তা আর কখনও আসবে। এখন আমার পুরো মনোযোগ ও উদ্যম টেস্ট ক্রিকেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারা আমার কাছে বিশ্বকাপের মতো।’
ফাইনালের আগে নিউ জিল্যান্ড স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডেই আছে। এই সিরিজের আগেই ভারতের সঙ্গে লড়াইয়ের রোমাঞ্চ ক্ষতিকর হতে পারে বুঝতে পারছেন ওয়াগনার। তিনি বলেন, আমি জানি এই ফাইনাল প্রথম এবং এর কোনও ইতিহাস নেই। কিন্তু এটা অনেক বড় কিছুর শুরু। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের ফাইনাল, বিশ্বের সেরা দল না হলেও তারা সেরা দলগুলোর একটি। সবচেয়ে বড় মঞ্চে তাদের বিপক্ষে নিজেকে পরখ করতে চাই।
ওয়াগনার আরও বলেছেন, এটা খুবই রোমাঞ্চকর, কিন্তু আমি চাই না এটা নিয়ে অনেক দূর ভেবে ফেলি। এটাকে আমি অন্য আট-দশটা টেস্টের মতোই দেখতে চাই। তবে নিশ্চিত যে এটা হতে যাচ্ছে বিশেষ উপলক্ষ।