ধূমকেতু নিউজ ডেস্ক : হঠাৎ করে ম্যানচেস্টার টেস্ট বাতিল করেছে ভারত। এতে করে তুমুল আলোচনা-সমালোচনা চলছেই। অনেকেই বলছেন আইপিএলের কারণেই টেস্ট ম্যাচটি খেলা থেকে বিরত থাকছে টিম ইন্ডিয়া। অনেক গুঞ্জন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পঞ্চম ও শেষ টেস্ট বাতিল হওয়া নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। খবর আনন্দবাজারের
সব নীরবতা ভেঙ্গে টেস্ট ম্যাচ বাতিল হওয়ার আসল কারণ ব্যাখ্যা করলেন সৌরভ। তিনি বলেন, ‘খেলোয়াড়েরা খেলতে অস্বীকার করেছিল। কিন্তু এর জন্য তাদের দোষ দেয়া যায় না।’
কেন ক্রিকেটাররা খেলতে চাননি, সেটার কারণও খোলাসা করেন সৌরভ। বলেন, ‘ফিজিও যোগেশ পারমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক খেলোয়াড়দের। ও সবার সঙ্গে মেশে। এটাই ওর প্রাত্যহিক কাজ। এমনকি করোনা টেস্টও ওই করে। শুধু তাই নয়, প্লেয়ারদের ম্যাসাজও করে প্রতিদিন।
যোগেশ করোনায় আক্রান্ত জানার পর দলের খেলোয়াড়েরা রীতিমতো ভেঙে পড়েছিল। ওদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে যোগেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকায় হয়তো ওরাও করোনায় আক্রান্ত হয়ে পড়বে। তারা ভয় পেয়েছিল।’
সারাক্ষণ জৈব সুরক্ষাবলয়ে থাকাটা যে কত কঠিন, সেটাও বললেন সৌরভ, ‘আপনি কতক্ষণ হোটেলের রুমে বন্দী থাকতে পারবেন? আপনি কি সারাদিন আপনার বাড়িতে আটকে থাকতে পারবেন? মাঠ থেকে হোটেল, হোটেল থেকে মাঠ—এভাবে একজন মানুষের জীবন সীমাবদ্ধ থাকতে পারে না। একজন মানুষের পক্ষে তা অসম্ভব। আসলে জৈব সুরক্ষাবলয়ে থাকা সহজ কাজ নয়। অবশ্যই, তাদের অনুভূতিকে সম্মান করতে হবে।’
ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ায় বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তীব্র সমালোচনার মুখে দাঁড়িয়েও সৌরভ বলেছেন, ‘বিসিসিআই দায়িত্বজ্ঞানহীন একটা ক্রিকেট বোর্ড নয়। অন্যান্য ক্রিকেট বোর্ডের গুরুত্ব কতটা, খুব ভালো করে জানে। ম্যানচেস্টার টেস্ট আগামী বছর নিশ্চিতভাবে হবে।’
এদিকে টেস্ট বাতিল হয়ে যাওয়ায় বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রায় আড়াই কোটি পাউন্ড ( ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৫ কোটি টাকা) আর্থিক ক্ষতি হতে পারে তাদের। সেই ক্ষতি পুষিয়ে দিতে পরের বছর বাড়তি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাবও দিয়েছে ভারতীয় বোর্ড।
আগামী বছর জুলাইয়ে তিনটি করে একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। সে সময় টি-টোয়েন্টি সিরিজের দৈর্ঘ্য বাড়ানো নিয়ে প্রস্তাব দেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। তবে সম্প্রচারকারীদের রাজি হওয়ার উপর গোটা বিষয়টি নির্ভর করছে। ম্যানচেষ্টার টেস্টের জন্য আড়াই কোটি পাউন্ড বিনিয়োগ করেছিলেন তারা। দু’টি টি-টোয়েন্টি থেকে সেই টাকা ওঠার সম্ভাবনা কম।