ধূমকেতু নিউজ ডেস্ক : অনেক দিন ধরে গুঞ্জন ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং পরামর্শক হচ্ছেন জেমি সিডন্স। সেই গুঞ্জন এবার সত্যি হলো।
শুক্রবার বিসিবির সভা শেষে নাজমুল হাসান পাপন নিশ্চিত করলেন জেমি সিডন্স হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং পরামর্শক।
মাঝে কয়েকবার হেড কোচ হিসেবে তার নাম শোনা গেলেও এবার তিনি আর হেড কোচ হিসেবে নয়, ব্যাটিং কোচ হয়ে আসছেন। আগামী বছরের ফেব্রুয়ারি থেকেই দলের সঙ্গে যোগ দেবেন সিডন্স। এর আগেও অবশ্য টাইগারদের হেড কোচ হিসাবে কাজ করেছেন সিডন্স। তবে ঘরের মাঠে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
ক্রিকেট ক্যারিয়ার লম্বা না হওয়ায় দ্রুতই কোচিংয়ে আসেন জেমি সিডন্স। অস্ট্রেলিয়ান এই কোচের অধীনেই ব্যাটসম্যান হিসেবে নিজেদের পরিণত করে তুলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা।