ধূমকেতু নিউজ ডেস্ক : জানুয়ারির ২১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলে খেলার জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করেছেন আফগান পেসার নাভিন উল হক। নাভিন বিপিএলের এই আসরে খেলবেন খুলনা টাইগার্সের হয়ে।
নাভিন পিএসএলে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার কথা থাকলেও ২৬ ডিসেম্বর হুট করে ঘোষণা দেন, এবারের পিএসএলে সে খেলবেন না।
পিএসএল থেকে নাম প্রত্যাহারের ব্যাপারে নাভিন জানিয়েছেন, ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ম্যানেজার বলেন, ‘কিছু ব্যক্তিগত কারণে নাভিন পিএসএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছে।’
ঘোষণার পরদিন ছিল বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। তার আগেই নাভিনকে ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করার কথা জানায় খুলনা টাইগার্স। নাভিন ছাড়াও সরাসরি চুক্তিতে খুলনা দলে ভিড়িয়েছে মুশফিকুর রহিম, থিসারা পেরেরা ও ভানুকা রাজাপক্ষেকে ।
নাভিন পিএসএল থেকে সরে দাঁড়ানোয় নতুন এক খেলোয়াড় খুঁজতে হবে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে। এখন পর্যন্ত অবশ্য দলটি কোনো বদলি খেলোয়াড় দলভুক্ত করার কথা জানায়নি।
একনজরে খুলনা টাইগার্সের স্কোয়াড
সরাসরি চুক্তি : মুশফিকুর রহিম, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ভানুকা রাজাপক্ষে (শ্রীলঙ্কা), নাভিন উল হক (আফগানিস্তান)।
ড্রাফট থেকে : শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনিক, নাবিল সামাদ।