ধূমকেতু নিউজ ডেস্ক : বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার।
ওয়ানডের মতো টেস্টেও কোহলিকে সরিয়ে দিতে পারে ক্রিকেট বোর্ড- এ শঙ্কা থেকেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি।
এমনটি জানিয়ে মাঞ্জরেকার বলেন, আমার তো মনে হয়, কোহলি আগে থেকেই বুঝতে পেরেছিল টেস্টেও ওর অধিনায়কত্ব সুরক্ষিত নয়। বিশেষ করে ওয়ানডে অধিনায়কত্বটা সে যেভাবে হারিয়েছে, তাতে সন্দেহ তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়।
সাবেক কোচ রবি শাস্ত্রীর অধীনে কোহলি যতটা স্বাধীনতাভাবে কাজ করতে পেরেছে হয়তো দ্রাবিড়ের মতো কিংবদন্তি ব্যাটসম্যান ড্রেসিংরুমে থাকায় সেভাবে পারেনি।
এমনটি জানিয়ে মাঞ্জরেকার বলেন, রাহুল দ্রাবিড়ের উপস্থিতিও একটা কারণ হতে পারে। রবি শাস্ত্রীর অধীনে অধিনায়ক হিসেবে কোহলি পুরোপুরি স্বাধীনতা উপভোগ করেছে। দ্রাবিড়ের অধীনে সেটি পাচ্ছে না হয়তো।
তিনি আরও বলেন, মনে করে দেখুন, সাবেক কোচ অনিল কুম্বলের অধীনে একেবারেই স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করতে পারেনি কোহলি। রবি শাস্ত্রীর অধীনেই সে মুক্ত বিহঙ্গ ছিল। দ্রাবিড়ের অধীনে কুম্বলে জমানার ব্যাপার–স্যাপার ঘটতে পারে বলেই হয়তো শঙ্কা ছিল কোহলির মনে।
২০১৯ সালের পর থেকেই সেঞ্চুরি নেই কোহলির ব্যাটে। হয়তো নিজেকে ফর্মে ফেরাতে নেতৃত্বের গুরুদায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন।
এ ব্যাপারে মাঞ্জরেকার বলেন, ফর্মের দিক দিয়েও সে খুব ভালো অবস্থানে নেই। ফর্মের ব্যাপারটিও হয়তো সে মাথায় রেখেছে। এখন হয়তো সে নিজের ফর্ম নিয়ে কাজ করতে চায়।