ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে টঙ্গীবাজার হোন্ডা রোড এলাকা থেকে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ শত ২০ পুড়িয়া (২২ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতারা হলো, নাইম (৩০), রফিকুল ইসলাম (৪০) ও রবিউল ইসলাম (২৭)। তারা সকলে হেরোইনের হাট খ্যাত হাজীর মাজার বস্তি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাজার হোন্ডা রোড এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে শত ২০ পুড়িয়া (২২ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত টঙ্গীসহ আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বেচা কেনা করে আসছিল।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।