ধূমকেতু নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনে শহীদদের আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানীতে একটি স্মরণ সভা আয়োজন করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারায় এই স্মরণসভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সঙ্গে আগামী রোববারের মধ্যে চূড়ান্ত তালিকা পাওয়ার আশা করছেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তথ্য উপদেষ্টা।
স্মরণসভার নতুন সময়সূচি পরে জানানো হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের যে তালিকা করছে সেটার ওপর ভিত্তি করেই স্মরণসভা হবে। আগামী ১৪ সেপ্টেম্বর বা আশপাশের একটা দিন সেটার সম্ভাব্য তারিখ ঠিক করা ছিল। তালিকা তৈরির কাজ যেহেতু এখনো চলমান রয়েছে, তাই ১৪ সেপ্টেম্বর স্মরণসভা করা হচ্ছে না। তালিকা চূড়ান্ত হলে সেটার ওপর ভিত্তি করে স্মরণসভার আয়োজন করব।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ৭২৮ জন শহীদের তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এগুলো ভ্যারিফাই করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আহতের সংখ্যা ২০ হাজার ২৬৩ জন। জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে যেন প্রত্যেক জেলা ভিত্তিক একটা তালিকা করে তারা পাঠায়।’
স্মরণসভার বাজেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ইসলাম বলেন, ‘পাঁচ কোটি টাকাই খরচ হবে এমন নয়, এর মধ্যে রাখতে বলা হয়েছে। অর্থ ব্যয় হবে শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে এক রাত রাখা ও তাদের আপ্যায়নের জন্য। এখানে কোনো সাজসজ্জা বা বাড়তি খরচের ব্যাপার নেই। তাদের থেকে শহীদদের সম্পর্কে আরও তথ্য নেয়া হবে।’
এর আগে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদে জানিয়েছিলেন, ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের শহীদদের অবদান স্মরণে ১৪ সেপ্টেম্বর রাজধানীতে একটি স্মরণসভা করতে যাচ্ছে সরকার।
তিনি আরও জানান, রাজধানীর বিআইসিসিতে অনুষ্ঠেয় এ অনুষ্ঠান আযোজনে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ব্যয় করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew