ধূমকেতু নিউজ ডেস্ক : মহান বিজয় দিবসে গোটা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে তার বীর সন্তানদের। হৃদয় উৎসারিত আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসা উৎসর্গ করছে তাদের স্মৃতির উদ্দেশ্যে। সেই সঙ্গে মৌলবাদ আর উগ্রবাদের মূলোৎপাটনের অঙ্গীকার করেছেন লাখো মানুষ। একাত্তরের চেতনা বুকে ধারন করে স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা রুখে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
করোনা মহামারি উপেক্ষা করেই বিজয়ে উৎসবে মেতে ওঠে গোটা দেশ। লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের গৌরবের বাঁধভাঙা আনন্দের সঙ্গে ছিল লাখো স্বজন হারানোর শোকে ব্যথাতুর-বিহ্বলতাও।
বিজয় দিবসের প্রত্যুষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
এরপর একে একে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, সাধারণ মানুষের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে জাতীয় প্যারেড স্কয়ারে ভোর ৬টা ৩৪ মিনিটে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই স্মৃতি সৌধে ঢল নামে হাজারো মানুষের। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহিদদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।
সত্তর বছরের বৃদ্ধ থেকে শুরু করে হাঁটতে শেখা শিশুও অংশ নেন বিজয় উৎসবে। তারা বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। তারা মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদকে রুখে দেয়ার অঙ্গীকার করেন।
এদিকে, বিজয় দিবস উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় দৃষ্টিনন্দনরূপে আলোক সজ্জ্বিত করা হয়েছে। জাতীয় সংসদ ভবনকে বিশেষভাবে সাজানো হয়েছে। আলোক সজ্জার লাল-সবুজের আভায় এক ভিন্ন সৌন্দর্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে। বিজয় উদযাপনের অংশ হিসেবে অনেকেই সন্ধ্যার পর ভিড় জমিয়েছেন সংসদ ভবন এলাকায়।
উৎসবমুখর দিনটিতে সারা দেশেই মানুষের হাতে হাতে শোভা পাচ্ছিল জাতীয় পতাকা। ছোট বড় অনেকেই ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতাদের কাছ থেকে পতাকা সংগ্রহ করেছেন। কেউ কেউ পতাকা সম্বলিত রাবার ব্যান্ড ব্যবহার করেছেন। বিভিন্ন যানবাহনে দেখা গেছে জাতীয় পতাকা। কেউ ব্যক্তিগত যানবাহনে আবার কেউ নিজের চালিত যানেও ব্যবহার করেছেন জাতীয় পতাকা।
করোনা মহামারি ছাপিয়ে রাজধানীর প্রতিটি পাড়া মহল্লাতেও ছিল উৎসবের আমেজ। বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল ভিড়। দল বেঁধে ঘুরতেও দেখা গেছে অনেককে।